spot_img
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
HomeArchitectureএক মাসে আট সাংবাদিকের নামে মামলা, আমতলীতে নিন্দা ও প্রতিবাদ

এক মাসে আট সাংবাদিকের নামে মামলা, আমতলীতে নিন্দা ও প্রতিবাদ

বিগত এপ্রিল মাসে জেলার আট সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল ও পর্নোগ্রাফি আইনে পৃথক চারটি মামলা হওয়ায় বরগুনার আমতলী সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন।

এ ছাড়া পৃথক চার মামলায় আরও চার সাংবাদিককে আসামি করা হয়েছে। একের পর এক সাইবার মামলায় সংবাদকর্মীরা আসামি হওয়ায় হতাশ আমতলীর সাংবাদিকরা। পুলিশ বলছে, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরই আইনের আওতায় আনা হবে। তবে কোনো নিরপরাধ সংবাদকর্মী হয়রানির শিকার হবে না।

তথ্য প্রমাণসহ ভিডিও ডকুমেন্টস এর ভিত্তিতে ভিত্তিতে সংবাদ প্রকাশ ও সংবাদ সম্মেলনের লাইভ করায় মামলা হওয়ায় আমতলীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, কেহ সংবাদ সম্মেলন করে তার বক্তব্য প্রদান করেছে সে বক্তব্য লাইভ করা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং ভিডিও ডকুমেন্টস ও তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করাও পেশার আওতায় এসব কারণে যদি মামলা হয় তবে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবে কীভাবে? আমরা আমতলী উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ সরকার, তথ্য মন্ত্রণালয়, বরগুনা জেলা প্রশাসনকে সাংবাদিকদের নামে দায়েরকৃত মামলার বিষয়ে খোঁজ খবর নিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ক্ষোভ ও প্রতিবাদ জানানো সাংবাদিক নেতৃবৃন্দ হলেন, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ নাসির, আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ নুহু আলম নবীন, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম সিকদার, সাধারণ সম্পাদক হোসাইন আলী কাজী, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ খোকন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপু।

আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি রাকিবুল হাসান সুমন রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আমতলী উপজেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম, আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান সাইফ উদ দৌলা শাওন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শাহ মোহাম্মদ সুমন রশিদ, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া ও আমতলী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি পারভেজ রানা।

উল্লেখ্য, মামলায় আসামি হওয়া সাংবাদিকরা হলেন, জসিম সিকদার দৈনিক যুগান্তর, (স্টাফ রিপোর্টার,আমতলী), তাওহিদুল ইসলাম শুভ (আরটিভি) উপজেলা প্রতিনিধি পাথরঘাট, মো. শাহাদাত হোসেন (দৈনিক মানব কণ্ঠ) উপজেলা প্রতিনিধি তালতলী, মো. না ইম ইসলাম (দৈনিক কালবেলা) উপজেলা প্রতিনিধি তালতলী, জিয়াউল হাসান (দৈনিক আলোকিত প্রতিদিন) উপজেলা প্রতিনিধি পাথরঘাটা, সুমন মোল্লা (মোহনা টিভি) উপজেলা প্রতিনিধি পাথরঘাটা, তারিকুল ইসলাম রাকিব (দৈনিক আজকের পত্রিকা) উপজেলা প্রতিনিধি পাথরঘাটা, আল আমিন ফোরকান (দৈনিক কালবেলা) উপজেলা প্রতিনিধি পাথরঘাটা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments