spot_img
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
HomeArchitecture৪৮ ঘণ্টার আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

৪৮ ঘণ্টার আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দেশব্যাপী শাটডাউন কর্মসূচি থাকছে না জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ৪ শর্তে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। বলেছেন, কারফিউ বিদ্যমান থাকার কারণে শাটডাউন কর্মসূচি বাতিল করা হয়েছে। কিন্তু এরমধ্যে ইন্টারনেট সংযোগ দেয়া, আবাসিক হল খুলে দেয়া, সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দিতে হবে।

তিনি বলেন, ‘কারফিউ বিদ্যমান থাকার কারণে শাটডাউন কর্মসূচি থাকছে না। কিন্তু আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এরমধ্যে ডিজিটাল ক্র্যাকডাউন রয়েছে, অর্থ্যাৎ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এটি সচল করে দিতে হবে। এই সময়ের মধ্যে ক্যাম্পাসের পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হল খুলে শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করতে হবে। সমন্বয়কদের মধ্যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। আমরা ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় থাকছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments