খুলনায় সুশান্ত কুমার মজুমদার নামে এক খাদ্য পরিদর্শককে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খুলনা সদর থানাধীন ৪ নম্বর ঘাট এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ জানিয়েছেন তার স্ত্রী।
অপহৃত সুশান্ত কুমার মজুমদার খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য পরিদর্শক হিসেবে খুলনার ৪ নম্বর ঘাট এলাকায় দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, পাঁচজন ব্যক্তি সুশান্ত কুমারকে মারধর করে এবং জোরপূর্বক একটি ট্রলারে উঠিয়ে রূপসা নদীর দিকে নিয়ে গেছে। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং ভুক্তভোগীর হাতে হ্যান্ডকাফ পরায়।
অপহরণের পর থেকে সুশান্ত কুমারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন তার স্ত্রী মাধবী রানী মজুমদার। অভিযোগে তিনি মো. রেজা ও বাবু মণ্ডল নামে দুইজন অপহরণকারীর নাম জানিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ‘রেজা ও বাবু মণ্ডল আরও তিনজনকে সঙ্গে নিয়ে আমার স্বামীকে হ্যান্ডকাফ পরিয়ে মারধর করে একটি ট্রলারে তুলে নিয়ে যায়। তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। এরপর থেকে আমার স্বামীর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।’
এদিকে সুশান্ত কুমারকে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে মারধর করতে করতে ট্রলারে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। স্থানীয়রা অপহৃত কর্মকর্তাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘তাদের পুলিশ পরিচয় ছিল ভুয়া। চাঁদার জন্য অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান চলছে। অচিরেই ভালো ফলাফল পাওয়া যাবে।’
এদিকে সুশান্ত কুমারকে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে মারধর করতে করতে ট্রলারে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। স্থানীয়রা অপহৃত কর্মকর্তাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।