মাদারিপুরের দক্ষিণ দুধখালি ইউনিয়নের মোঃ মাসুদ বেপারির বড় ছেলে মোঃ রাজিব বেপারী (২৮) আজ দুপুরে পাট ধোয়ার সময় বজ্রপাতে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে রাজিব হোসেন পাট ধোয়ার জন্য বাড়ির পাশের একটি জলাশয়ে যান। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে যায় এবং প্রবল শব্দে বজ্রপাত শুরু হয়। বজ্রপাত সরাসরি রাজিবের গায়ে আঘাত হানে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানায়, স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। এই দুর্ঘটনায় রাজিবের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।