লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে ছোট্ট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় উড়োজাহাজটি আগুনে পুড়ে যায়।
এসেক্স পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ উড়োজাহাজটিতে আগুন লাগার খবর পায় তারা। উড়োজাহাজটিতে কয়জন ছিলেন তা জানা যায়নি।
পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র্যাপিড রেসপন্স গাড়ি, বিপজ্জনক এলাকায় ব্যবহার্য একটি যানবাহন এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে এক মুখপাত্র বলেছেন, “আমরা নিশ্চিত করেই বলতে পারি সাউথেন্ড বিমানবন্দরে একটি সাধারন পরিবহন বিমানে মারাত্মক ঘটনা ঘটেছে।”
বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, চারটি ফ্লাইট রোববার বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। সেগুলো বাতিল হয়েছে।
এসেক্স পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তারা ঘটনাস্থলে অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছেন। এই কাজ আরও কয়েক ঘণ্টা চলবে।
ব্রিটিশ পত্রিকাগুলোর ওয়েবসাইটে দেখা গেছে, লন্ডনের প্রায় ৩৫ মাইল পূর্বের সাউথেন্ড বিমানবন্দরের আকাশে আগুন কুন্ডলী পাকিয়ে উঠছে।
এসেক্স কাউন্টির দমকল ও উদ্ধরকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার জন্য ডাক পাওয়ার কথা জানিয়েছেন। তারা সম্ভব হলে মানুষজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলেছেন।