রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা একশরও বেশি রান করতে না পেরে ৯৪ রানে অলআউট হয়।
লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা ভালো শুরু করলেও ইনিংসের দ্বিতীয় ওভারে রান আউট হয়ে যান মেন্ডিস (৫ রান)। এরপর শরিফুলের বলে কুশল পেরেরা দ্রুত আউট হন। পরবর্তী ওভারে শরিফুলের বলেই শামীমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আভিস্কা। পাওয়ার প্লের শেষ দিকে মিরাজের নেওয়া রিভিউয়ে আসালাঙ্কার ব্যাট থেকে বল লিটনের হাতে ছুঁয়েছে প্রমাণিত হওয়ায় তাকেও বিদায় নিতে হয়। এর ফলে মাত্র ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা।
নিশাঙ্কা ও শানাকার ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও এক ওভারে রিশাদ পান্ট জোড়া উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ৯৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের ইনিংস শুরুতে দুই ওপেনার দ্রুত আউট হলেও লিটন দাস ও হৃদয় শাহ ৫৫ রানের জুটি গড়ে দলের ভিত্তি মজবুত করেন। লিটন ৫০ বলে ৭৬ রান করে নিজের ফিফটির সাক্ষ্য দেন, যা তার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ফিফটি। হৃদয় ৩১ রান করে ফেরেন। মাঝপথে মেহেদী মিরাজও আউট হলেও শেষ দিকে শামীম হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাট হাতে অবদান রাখেন।
শ্রীলঙ্কার পক্ষে বিনুরা ফার্নান্দো ৩ উইকেট নেন, মাহিশ থিকশানা ও নুয়ান থুসারা একটি করে উইকেট শিকার করেন।