মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কুয়ালা লাঙ্গাতের ওলাক লেম্পিট শিল্পাঞ্চলে একটি গ্লাভস কারখানায় তাক ভেঙে চাপা পড়ে মোহাম্মদ রহমান (৩৩) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশনস ডিরেক্টর আহমদ মুখলিস মোখতার।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা দেখতে পান যে ১৭ স্তরের একটি স্টোরেজ তাক ধসে পড়েছে এবং এর নিচে ছয়জন বিদেশি শ্রমিক আটকা পড়েছেন।
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সাধারণ মানুষের সহায়তায় পাঁচজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়, যাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। তবে মোহাম্মদ রহমানকে তখনও খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চালিয়ে সকাল ১১টা ২০ মিনিটে তাকে মালামালের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। চিকিৎসকরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ফায়ার সার্ভিস ও রেসকিউ ডিপার্টমেন্টের নয়জন কর্মকর্তা ও সদস্য, একটি ফায়ার রেসকিউ টেন্ডার (এফআরটি) এবং একটি ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স সার্ভিস (ইএমআরএস) ইউনিট মোতায়েন করা হয়েছিল।
ঘটনার পর বিষয়টি পরবর্তী তদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।