সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মানেই যেন ব্যতিক্রমী কিছুর স্বাক্ষী হওয়া। আগের আসরের ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। বাংলাদেশ ও ভারত ম্যাচ ড্র হওয়ায় ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে দুই দলই করেছিল ১১টি করে গোল।
লংকান ম্যাচ কমিশনার সবাইকে অবাক করে তড়িঘড়ি করে টস করে ফেলেছিলেন চ্যাম্পিয়ন দল নির্ধারনের জন্য। নিয়মে নেই বলে সেই টসও টিকেনি। শেষ পর্যন্ত দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
এবার ফাইনাল নয়, বিরল ঘটনা ঘটলো লিগ পর্বে বাংলাদেশ ও ভুটানের ম্যাচে। এক ম্যাচ দুই মাঠে- এমন বিরল ঘটনার স্বাক্ষী হলেন সবাই। বাংলাদেশ ও ভুটানের ম্যাচ শুরু হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। বৃষ্টিতে মাঠ খেলার অনপযুক্ত হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা সেখানে আয়োজন সম্ভব হয়নি। তিন ঘণ্টা বন্ধ থাকার পর শেষ ৪৫ মিনিটের খেলা হয়েছে কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে।
প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়েছিলেন শান্তি মারদির গোলে। দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফিরেছিল ভুটান। তারা যেভাবে খেলছিল তা রীতিমতো চোখ রাঙানি ছিল পিটার বাটলারের জন্য। তবে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। শান্তি মারদি আরো দুটি ও বদলি মুনকি আক্তার দর্শণীয় এক গোল করে ম্যাচের ব্যবধান করে ৪-১।
শেষ পর্যন্ত শান্তি মারদির হ্যাটট্রিক ও মুনকির গোলে বাংলাদেশ জয়ের ধারায়ই থাকে। শ্রীলংকা, নেপালের পর ভুটানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সর্বশেষ চ্যাম্পিয়নরা।