গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস। চার জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছেন তিনি। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংখ্যা জানাতে পারেননি হাসপাতালের তত্ত্বাবধায়ক। নিহতদের মধ্যে শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা ও কোটালি পাড়ার রমজান কাজীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর রাত থেকে কারফিউ জারি করেছে সরকার। হামলা সংঘর্ষের পর এনসিপি নেতারা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করে খুলনা পৌঁছেছেন।