বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে দীর্ঘদিন ধরে জনবল ও ওষুধ সংকট চলছে। এর ফলে প্রতিমাসে হাজারো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, গত ছয় মাস ধরে কোনো ধরনের ওষুধ সরবরাহ না থাকায় এ কেন্দ্রে কার্যত চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। গর্ভবতী মায়েদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ, সর্দি-জ্বর ও ডায়রিয়ার মতো সাধারণ রোগের চিকিৎসা দিতে গিয়েও স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন। অপর্যাপ্ত চিকিৎসক ও কর্মী সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা রিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে এখান থেকে ওষুধ ও পরামর্শ পেতাম। এখন না ডাক্তার আছে, না ওষুধ। বাধ্য হয়ে বাজার থেকে দাম দিয়ে চিকিৎসা নিতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয়।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, জনবল ও ওষুধ সংকটের বিষয়টি আমরা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে বাজেট ও প্রশাসনিক জটিলতার কারণে এখনো স্থায়ী সমাধান সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি যেন গর্ভবতী নারীদের জরুরি সেবা বন্ধ না হয়। এলাকাবাসীর সহায়তায় সীমিত পরিসরে কিছু সেবা চালু রয়েছে।
বরিশাল জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেবুব মোর্শেদ লিটু বলেন, সারা দেশে উপ-সহকারী পরিবার কল্যাণ পরিদর্শকসহ বিভিন্ন পদে জনবল সংকট রয়েছে। তাছাড়া ওষুধ সরবরাহেও ঘাটতি রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে রাজস্ব খাতের অর্থ দিয়ে ওষুধ সংগ্রহ করে এই সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, বারবার অভিযোগ করেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তারা হতাশ। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।