মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন, ডাসার সরকারি মহিলা মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা, সৈয়দ আবুল হোসেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী মিয়া, সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, জামাল হোসেন,শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীথ, কালকিনি সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ও কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ মিন্টু পালসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।