ব্যাপক আয়োজন ও উদ্দীপনায় হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির সন্মেলন ২০২৫ অনুষ্ঠিত।
২১ জুলাই সকাল ১০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান।
উপজেলার গুঠিয়ায় অনামিকা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সন্মেলনের প্রথম অধিবেশনে উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
প্রধান বক্তার বক্তব্যে উপস্থাপন করেন বরিশাল দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন, সদস্য সচিব হুমায়ুন খান, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান, সদস্য সচিব রোকনুজ্জামান টুলু উপস্থিত ছিলেন জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক সরদার সিদ্দিকুর রহমান, আফম সামসুদ্দোহা আযাদ।
সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে উজিরপুর উপজেলার ৮১ টি সাংগঠনিক ইউনিট থেকে আগত প্রতিনিধিদের নিরঙ্কুশ সমর্থনে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ঐক্যমতে হুমায়ুন খান সাধারন সম্পাদক নির্বাচিত হন।
উজিরপুর পৌর বিএনপির সন্মেলনে একাধিক প্রার্থী থাকায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয় এতে সভাপতি পদে শহিদুল ইসলাম খান ১৬৭ ভোট এবং সাধারন সম্পাদক পদে রোকনুজ্জামান টুলু ১৪০ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন।
উল্লেখ্য কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী উজিরপুর বিএনপির সন্মেলন অনুষ্ঠানের জন্য ২০২৪ প্রস্তুতি গ্রহন করারা পরে তৎকালীন সময় ফ্যাসিষ্টদের অত্যাচার নিপীড়ন ও সার্বিক পরিস্থিতির কারনে সন্মেলন স্থগিত করেন বরিশাল জেলা বিএনপি।
দীর্ঘ আন্দোলনে পর্যুদস্ত উজিরপুর বিএনপির নেতাকর্মীরা সন্মেলনকে ঘিরে উৎসব আনন্দমুখর পরিবেশে মিলনমেলায় পরিনত করে উপস্থিত নেতাকর্মীরা মধ্যান্নভোজন শেষ করেন