বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মো. শাহতা জারাব সালেহিন।
আজ মঙ্গলবার বেলা এগারোটার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় নবাগত স্বাস্থ্য কর্মকর্তা শতভাগ স্বাস্থ্য সেবার মাধ্যমে গৌরনদীবাসীর আস্থা অর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন।
সৌজন্য সাক্ষাতের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের দালাল সিন্ডিকেট ভেঙে স্বাস্থ্য কমপ্লেক্সকে ঢেলে সাজানো ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে উভয় কর্মকর্তাগণ যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।
অপরদিকে গৌরনদী উপজেলার নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে ছাত্র-জনতার পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য, এরপূর্বে স্বাস্থ্য সেবায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা, টেস্ট বাণিজ্যসহ বিস্তার অভিযোগের ভিত্তিত্বে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারনের দাবিতে সর্বস্তরের জনতার ব্যানারে ভূক্তভোগীরা গত ১৪ জুলাই সকালে মানববন্ধন ও বিক্ষোভ করে তার কুশপুত্তলিকা দাহ করেন।
ওইদিন সন্ধ্যায় ছাত্র-জনতার আন্দোলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে চলতি দায়িত্বে থাকা পরিচালক প্রশাসন ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বদলী করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বির্তকিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির লেকচারার হিসেবে বদলী করা হয়।
পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি (অতিরিক্ত) সহকারী সার্জন মেডিক্যাল অফিসার মো. শাহতা জারাব সালেহিনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।