রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সরকারের পদক্ষেপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিছু কিছু জায়গায় হয়তো ঘাটতি ছিল। আমি মনে করি, এটা সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার। এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, অনভিজ্ঞ ব্যক্তি বেশি আছেন, অভিজ্ঞতার অভাব আছে। কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে যে, তাদের ইগো কাজ করে।’
বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র-জাতিগোষ্ঠীর ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র-জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদ।
ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল, যেমন আমরা। আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝেমাঝে মতামত নেয়ার চেষ্টা করা। এই বিষয়টা তারা (সরকার) একটু পিছিয়ে। আমি মনে করি যে, এটা হয়তো তাদের অভিজ্ঞতার অভাবের কারণেই।’
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমরা দুর্ঘটনা হিসেবে দেখছি, তারাও (সরকার) দুর্ঘটনা হিসেবে দেখেছে। এটা দুর্ঘটনা ছাড়া কিছু হতে পারে না।’
মির্জা ফখরুল বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার সঙ্গে রাজনীতি জড়িত। নির্বাচন বানচাল করার ঘটনা এরমধ্যে অবশ্যই আছে। সচিবালয়ে ঢুকে পড়া, সেখানে কিছু ফ্যাসিস্টদের লোকদের দেখা ও আটক করা। বোঝাই যাচ্ছে, এখানে তারা কিছু কিছু সমস্যা তৈরি চেয়েছে।’
এদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ঘোষণা দিয়ে অস্পষ্টতা দূর করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা (প্রফেসর মুহাম্মদ ইউনূস) হঠাৎ করেই কালকে আমাদের ডেকেছিলেন। উনি ডাকেন মাঝেমাঝে। যখন তাদের কোনো ক্রাইসিস তৈরি হয়, তখন তারা আমাদেরকে ডাকেন। আমরা যাই। কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে, এই সরকারকে আমরা সব রকম সহযোগিতা প্রদান করব। গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু করা দরকার, সেই কাজগুলো আমরা করব। আমরা মনে করি যে, এই মতবিনিময়টা আরও ঘন ঘন হলে ভালো হতো। তাহলে হয়তো উদ্ভূত সমস্যাগুলো তৈরি হতো না। কালকে যেটা হয়েছে যে, খুব দুঃজনকভাবে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে।’
বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সেখানে আলোচনা করেছি-আমরা আবার আমাদের পূর্বের যে প্রতিশ্রুতি, অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আলোচনা করেছি। একইসঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করা এবং উনার যে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন দেয়া হবে, সেই ব্যবস্থা উনাদের দ্রুত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। এ ব্যাপারে ঘোষণা দিয়ে, আর যাতে কোনো অস্পষ্টতা না থাকে-আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, সেই ব্যবস্থাটা তিনি নেবেন।’