বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব ফুল্লশ্রী গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৮টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। এতে ওই প্রকল্পের বসবাসরত পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. মজিদ খান ও মো. সেলিম খানের কাছ থেকে ২০ শতাংশ জায়গা ক্রয় করে আশ্রায়ণ প্রকল্পের জন্য ৮টি ঘর নির্মাণ করা হয়। তবে শুরু থেকেই প্রকল্পের লোকজনের ঘর থেকে বের হওয়ার কোনো পথ ছিলনা। তারা পূর্ব পাশে জলিল খান ও তৈয়ব আলী খানের বাড়ীর উপর দিয়ে যাতায়াত করতো। তবে ৪ দিন আগে ওই বাড়ীর ৬-৭টি পরিবার এক হয়ে আশ্রয়ণ প্রকল্পের লোকজনের চলাচলের পথ বেড়া দিয়ে বন্ধ করে দেয়।
বেড়া দিয়ে রাস্তা বন্ধ করার বিষয়টি স্বীকার করে জলিল খান ও তৈয়ব আলী খান বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের সময়েই উপজেলা প্রশাসনকে চলাচলের পথের কথা বলেছিলাম। তখন উপজেলা প্রশাসন বিকল্প পথ তৈরি করে দেবে বলে আমাদের আশ্বাস দিয়েছিলো। তবে সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অত্যাচারে অতিষ্ট হয়ে আমরা বেড়া দিয়েছি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, কোনো পথ কেউ বন্ধ করতে পারেনা। যদি কেউ বন্ধ করে থাকে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।