বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’ ও ‘গণতন্ত্রের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান।
তিনি বলেন, “আজকের এই অস্থির ও দমন-পীড়নের সময়ে তারেক রহমান কেবল একজন ব্যক্তি বা রাজনীতিবিদ নন, তিনি এক আদর্শ, এক গণজাগরণের নাম। তার নেতৃত্বে দেশের মানুষ স্বপ্ন দেখছে একটি ন্যায়ের রাষ্ট্র এবং একটি গণতান্ত্রিক ভবিষ্যতের।”
এই কর্মসূচি তারেক রহমানকে ঘিরে চলমান ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত হয়।
আকন কুদ্দুসুর রহমান আরও বলেন, “যারা গণতন্ত্রকে ভয় পায়, তারাই আজ তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। চরিত্র হননের অপকৌশল চালিয়ে তারা ইতিহাসের গতিপথ থামাতে চায়। কিন্তু তারা জানে না, বাংলাদেশের তরুণ সমাজ আজ জেগে উঠেছে—এই জাগরণ আর থামানো যাবে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে ষড়যন্ত্র চলছে, তা কেবল একজন নেতার বিরুদ্ধে নয়; এটি গোটা জাতির প্রত্যাশা ও স্বপ্নের বিরুদ্ধে। এই ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে। তারেক রহমান জনগণের হৃদয়ে অবস্থান করছেন—কোনো অপপ্রচার দিয়ে সেই জায়গা মুছে ফেলা যাবে না।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলার অবনতির বিষয়েও বক্তব্য রাখেন আকন কুদ্দুস। তিনি বলেন, “মানুষ যখন দিশেহারা, তখন একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমতকে ভিন্নপথে নিতে চাইছে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এস. এম. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. মনিরুজ্জামান, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনেয়ারা বেবি, জহুরুল ইসলাম জহির এবং আবুল হোসেন লাল্টু প্রমুখ।
সভা সঞ্চালনা করেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজ এবং গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা।