মাদারীপুরের কালকিনিতে বোনের ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় ভাইকে মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছে বেশ কয়েকজন স্থানীয় প্রভাবশালী বখাটে। এই ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া ওই বখাটেদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শিকারমঙ্গল রাশিদিয়া আলিম মাদরাসা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
থানা পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল রাশিদিয়া আলিম মাদরাসার নারী শিক্ষার্থীদের বিভিন্ন সময় ইভটিজিং করে আসছে স্থানীয় প্রভাবশালী বেশ কয়েকজন ইভটিজিং এ ঘটনায় ভুক্তভোগী এক নারী শিক্ষার্থীর ভাই বাঁধা প্রদান করেন। এতে করে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর ভাই সায়েমকে গত সোমবার দুপুরে মারধর ও হত্যার হুমকি দেয় বখাটেরা।
এই ঘটনায় আহত সায়েম হোসেন বাদী হয়ে শাকিল মৃধা, আসাদ ঢালী, জীবন আকন ও হাসানাত বেপারীর নামে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। একই ঘটনাকে কেন্দ্র করে ওই মাদরাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ওই জিডির আসামিসহ নাইম, হানিফ, তৌফিক ও সাবিতসহ আট জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ।
ভূক্তভোগী সায়েম জানান, আমার বোনকে ইভটিজিং করে আসছে স্থানীয় বখাটেরা। এতে আমি বাঁধা দিলে আমাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এ ব্যাপরে আমি থানায় একটি সাধারণ ডায়রি করেছি।
শিক্ষক মো রফিকুল ইসলাম জানান, ইভটিজিং এ বাঁধা প্রদান করে সায়েম। এতে ক্ষিপ্ত হয়ে সায়েমকে মারধর ও হত্যার হুমকি দেয় বখাটেরা।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়রি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাইফ উল আরেফীন জানান, বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে।