মাদারিপুরের কালকিনিতে হয়ে গেল বিভিন্ন জেলার ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা।
শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানকে ঘিরে মাদ্রাসা মাঠ পরিনত হয় এক মিলন মেলায়। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন শিক্ষার্থীরা।
জানা যায়, কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন জেলায় দাওয়াত দেয়া হয়। পরে এতে শরিয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার ৩ শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী এতে অংশ নেন।
পরে তাদের পক্ষ থেকে অংশ নেয়াদের মধ্যে সেরা দুইজনকে স্বর্ণপদক, ৪ জনকে রৌপ্যপদক ও ২০ জনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এছাড়া অংশগ্রহণকারী সবাইকে শান্তনা পুরষ্কারও দেয়া হয় আয়োজনদের পক্ষ থেকে। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ৪জন বিচারক প্রতিযোগিতার ফলাফল মূল্যায়ণ ও ঘোষণা করেন।