বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে মাদকসেবি ছেলের ছুরিকাঘাতে বাবা খুন,জনতার হাতে আটক খুনি। এ ঘটনায়
এলাকা জুড়েজু চরম উত্তেজনা বিরাজ করছে। ২৭ জুলা জু ই রবিবার দুপুর ২ টায় উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম খাটিয়ালপাড়া সিকদার বাড়ীর
সামনে ইটের রাস্তার উপর মোঃ শাহ আলম খান (৬৫)কে কাশ্যে তার ছেলে মোঃ শাহরিয়ার শিমুল (৩৫) গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। সুত্রে জানা যায় বেলা সাড়ে
১১ টার দিকে বাবার সাথে ছেলের টাকা পয়সা নিয়ে ঝগড়া সৃষ্টিসৃ হয়।
এরই প্রেক্ষিতে পরবর্তীতে শাহরিয়ার শিমুল তার বাবাকে ঘটনালে একা পেয়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। ডাকচিৎকার নে স্থানীয়রা ঘটনালে ছুটে আসলে
হত্যাকারী দৌড়ে পালানোর সময় লোকজন তাকে আটক করে। আরো জানা যায় হত্যাকারী একজন নেশা, বেপরোয়া ভাবের এবং মানসিকভাবে বিপর্যর্য ছিলো।
প্রায়ই বাবার সাথে তার বিভি বিষয়ে ঝগড়া হতো। নিহত শাহ আলম অবসরপ্রা সরকারি কর্মচার্ম রী ছিলেন। নিহত শাহ আলম ও তার ছেলে (হত্যাকারী) একসাথে থাকতো।
এছাড়া শাহ আলম দুটি বিবাহ করে। হত্যাকারী ছেলে তার থম স্ত্রী মৃতমৃ শেফালী বেগমের গর্ভজা র্ভ ত সন্তান।
২য় স্ত্রী তার পিতার বাড়ীতে বসবাস করে। খুনি শাহরিয়ার শিমুল কোনো কাজকর্ম কর র্ম তো না ও বেপরোয়া ভাবের লোক ছিলো। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ
মোঃ আব্দুসব্দু সালাম জানান লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রের্গে রণ করা হবে। হত্যা মামলা হয়েছে। জনগণের সহায়তায় খুনিকে গ্রেফতার করা
হয়েছে। এদিকে অচিরেই খুনিকে ফাঁসিফাঁ র দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
সর্বশেষ
- হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়: মির্জা ফখরুল
- উজিরপুরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের নামে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা
- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুকুর সংস্কার করলো ববি ছাত্রদল
- হিজলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার
- আরও কমল গ্যাসের দাম, সন্ধ্যা ৬টা থেকে কার্যকর
- মাদারীপুরে এনসিপি নেতার ভিডিও ফাঁস!
- শরীয়তপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- যমুনায় সাত দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
মঙ্গলবার, সেপ্টেম্বর ২