তজুমদ্দিনে এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার পর হতাশ হয়ে তনু চন্দ্র দাস (১৮) নামের এক পরীক্ষার্থী কীটনাশক পানে আত্মহত্যা করেছে।
সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৯টার দিকে সে নিজ বাড়িতে কিটনাশক পান করে বলে জানায় পরিবার।
তনু উপজেলার চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের শিক্ষক ব্রিটিশ চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রাণী দাস দম্পতির একমাত্র কন্যা। সে হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
তনুর মা উজ্জলা রাণী বলেন, ‘পরীক্ষা শেষে বাসায় ফিরে তনু কান্নাজড়িত কণ্ঠে জানায়, খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছে, আর পাশ করতে পারবে না।আমি তাকে সান্ত্বনা দিলেও রাত ৯টার দিকে দেখি সে কিটনাশক খেয়ে ছটফট করছে। তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসক জানান, সে আর নেই।’
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জুনায়েদ হোসেন বলেন, ‘তনুকে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, সে কিটনাশক পান করেছে এবং সেটিই তার মৃত্যুর কারণ।’