বরিশালের বাকেরগঞ্জে কিশোরীকে ধর্ষণে দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম রায় এ রায় দেন।
দণ্ডিত সুজন বৈরাগী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বেবাজ গ্রামের রনজিৎ বৈরাগীর ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল সুজন।
মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, ধর্ষণের শিকার কিশোরী (১৫) ও দণ্ডিত সুজন পাশাপাশি বাড়ির বাসিন্দা। কিশোরীর বাসায় টিভি ছিল না। তাই সুজন বৈরাগীর ঘরে টিভি দেখতে যেতো। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি টিভি দেখতে গেলে তাকে সুজন বৈরাগী বিয়ের প্রলোভন দিয়ে পাশের গ্রামীণ ব্যাংকের অফিসে নেয়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ২০১৬ সালের ১২ নভেম্বর কিশোরী ছেলে সন্তানের জন্ম দেয়। একই বছরের ১৫ নভেম্বর কিশোরী মা বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করে।
বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনায়েত উল্লাহ মামলা তদন্ত করে একমাত্র সুজন বৈরাগীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারক ৭ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি আরও উল্লেখ করেছেন, জন্ম নেওয়া সন্তান মায়ের কাছে থাকবে। তার পিতৃ পরিচয়ে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। ২১ বছর পর্যন্ত সন্তানের ভরণপোষণ দণ্ডিত আসামি সুজন বৈরাগী বহন করবে। প্রতিমাসে ১০ হাজার টাকা করে ভরণপোষণ দিতে হবে। তিন বছর পর পর এক হাজার টাকা করে বাড়বে। ভরণপোষণ পরিশোধ করা না হলে সুজন বৈরাগীর ভবিষ্যৎ সম্পদ থেকে আদায়যোগ্য হবে।