বরিশালের মুলাদীতে কীটনাশকপানে মরিয়ম (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে।
মরিয়ম ওই গ্রামের আরিফ ব্যাপারীর মেয়ে এবং নাজিরপুর ইউনিয়নের চরআলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার অভিভাবকেরা।
তবে কী কারণে কীটনাশক পান করেছেন তা বলতে পারছেন না তারা। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর লাশ উদ্ধার করে শুক্রবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছাত্রীর বাবা আরিফ ব্যাপারী জানান, বেশ কয়েকদিন ধরে তার মেয়ে জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে বেশি অসুস্থ্য হয়ে পড়ায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মেয়ের মুখ থেকে কীটনাশকের গন্ধ পেয়ে থানায় সংবাদ দেন। পরে থানা পুলিশ ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।