প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক।
আজ রোববার (৩ আগস্ট) বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান ছাত্রদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘দেশের সম্ভাবনা নিহিত রয়েছে তরুণ সমাজ ও নারীদের হাতে। এই শক্তিকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’
জুলাই-আগস্ট মাসকে ‘গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড়ে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। বিকাল সোয়া ৩টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
সমাবেশে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে পরিচিত তারেক রহমান ছাড়াও বক্তব্য দেন ছাত্রদলের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতারা। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়। এরপর বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতারা এবং ছাত্রদলের সাবেক নেতারা। মঞ্চ স্থাপন করা হয় শাহবাগ মোড়ে, টিএসসি অভিমুখে মুখ করে। এতে শাহবাগ থেকে মৎস্য ভবন, কাঁটাবন মোড় ও চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় সমাবেশ বিস্তৃত হয়।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আসতে শুরু করা নেতাকর্মীদের ভিড় বিকেল নাগাদ জনসমুদ্রে রূপ নেয়।
সমাবেশে উপস্থিত অনেক নেতাকর্মীর হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। তারা ‘সরকার পতনের আন্দোলন’ জোরদার করার শপথ নেন এবং বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন সমাবেশস্থল।
বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এরই অংশ হিসেবে আগামী দিনে ছাত্রদলকে আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তারা।