ত্রিধাবিভক্ত হয়ে আগামীকাল ৫ আগস্ট ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিবস’ পালনের আয়োজন করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
৫ আগস্ট (মঙ্গলবার) তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পৃথক সভা ও র্যালির আয়োজন করা হয়েছে। একই কর্মসূচিকে ঘিরে একাধিক নেতৃত্বে প্রস্তুতি সভা ও ভিন্ন ভিন্ন কর্মসূচি পালনের ঘটনায় কর্মী-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও হতাশা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষ থেকে মঙ্গলবার সকাল দশটায় আগৈলঝাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভা শেষে র্যালির আয়োজন করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন ও জেলা উত্তর যুবদলের যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম টিটন।
অপরদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে ৫ আগস্ট বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে সভা শেষে র্যালির আয়োজন করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন শিকদার, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না, মাওলানা আব্দুর রব মিয়া, হেমায়েত উদ্দিন তালুকদার ও সালমান হাসান রিপন।
অপরদিকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল দশটায় সরকারি গৌরনদী কলেজ মাঠে সভা শেষে র্যালির আয়োজন করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম ও সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আগৈলঝাড়া উপজেলা বিএনপি তিন ধারায় বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করে আসছে। মাঝে মধ্যে কুদ্দুসুর রহমান ও সোহবানপন্থীরা একসাথে কর্মসূচি পালন করলেও জহির উদ্দিন স্বপনের অনুসারীরা সব সময়ই পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সূত্রে আরও জানা গেছে, ওই তিন নেতাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।