সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। দেখতে পান রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও রং বহনকারী কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাসের যাত্রী ও কাভার্ডভ্যান চালকসহ অন্তত ১৫ জন আহত হন।
পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, খুলনাগামী রোজিনা পরিবহনের বাসটির বাম পাশের একটি চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী কাভার্ডভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।