এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ সূচনা করল বাংলাদেশের মেয়েরা। বুধবার নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। দলের হয়ে জোড়া গোল করেন সাগরিকা, আরেকটি গোল করেন মুক্তি।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা আধিপত্য দেখালেও গোল আসে ৩৬তম মিনিটে। শান্তি মার্ডির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান ১৭ বছর বয়সী ফরোয়ার্ড সাগরিকা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা হয়ে আসা এই ফরোয়ার্ড আবারও প্রমাণ করলেন নিজের ধারাবাহিকতা।
প্রথমার্ধেই বাংলাদেশের আরও একটি গোলের সুযোগ তৈরি হয়েছিল। ৪১ মিনিটে সিনহা জাহান শিখার নেওয়া শটটি প্রতিপক্ষের পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আরও পোক্ত করে বাংলাদেশ। ৭৫তম মিনিটে মুক্তি প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে বল জালে জড়িয়ে দেন। এরপর ৮৬তম মিনিটে একটি গোল পরিশোধ করে লাওস। তবে ইনজুরি টাইমে আবারও আলো ছড়ান সাগরিকা—ম্যাচের শেষ দিকে তার দ্বিতীয় গোলটি নিশ্চিত করে ৩-১ গোলের জয়।
এই জয়ে বাংলাদেশের মেয়েরা ইতিহাসের পথে এক ধাপ এগিয়ে গেল। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে লাওস (১০৭) বাংলাদেশের (১২৮) চেয়ে এগিয়ে থাকলেও মাঠে সেই ব্যবধান ধরা পড়েনি।
এই জয়টি অনূর্ধ্ব-২০ নারী দলের ১৩তম ম্যাচে তৃতীয় জয়। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৮ আগস্ট, প্রতিপক্ষ পূর্ব তিমুর। গ্রুপে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া ইতোমধ্যেই পূর্ব তিমুরকে ৯-০ গোলে পরাজিত করেছে।
গ্রুপের শীর্ষ দল সরাসরি থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলবে। তবে দ্বিতীয় স্থানেও থাকলে তিনটি সেরা রানার্স আপ দলের একটি হিসেবে বাংলাদেশের সামনে থাকছে মূল পর্বে ওঠার সুযোগ।