বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের ধলুর বাড়ির উকিল হাওলাদারের বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ৭ আগষ্ট বিকেল সাড়ে ৪ টায় খাবার শেষে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ঘরের মালিক রাশিদা বেগম।
এরপর বাড়িতে ফিরে এসে রাশিদা বেগম আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষনে বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।এছাড়া ঘরে থাকা এলপিজি গ্যাসের স্যালেন্ডার বিস্ফোরিত হয়ে রাশিদা বেগম আঘাত প্রাপ্ত হয়।
সংবাদ পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার রাসেল হোসেন ভুইয়া ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি বিদ্যুৎ শকসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়েছে।