চলতি ২০২৫ সালের জুলাই মাসে দেশে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা তার আগের মাস জুনে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মূল্যস্ফীতি সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিএসের হিসাব অনুযায়ী, জুলাই মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৩৭ শতাংশ।
এ সময়ে শহরাঞ্চলে মূল্যস্ফীতির হার ছিল গ্রামাঞ্চলের তুলনায় বেশি। গ্রামীণ এলাকায় জুলাইয়ের মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৮ দশমিক ৫৫ শতাংশ, যা জুনে ছিল ৮ দশমিক ৪৬ শতাংশ। অপরদিকে, শহরাঞ্চলে এ হার জুলাইয়ে দাঁড়ায় ৮ দশমিক ৯৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ।খাদ্যপণ্যের দাম বৃদ্ধির ক্ষেত্রেও শহরাঞ্চল গ্রামাঞ্চলের তুলনায় এগিয়ে। জুলাই মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ, যেখানে শহরে তা ছিল ৮ দশমিক শূন্য ৪ শতাংশ।