মাদারীপুরের ডাসারে শিক্ষক নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় দুদকের জেলা কার্যালয়ের একটি চার সদস্যের টিম, যার নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক আখতারুজ্জামান ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু।
দুদক টিমের অভিযানের লক্ষ্য ছিল ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (পূর্ব নাম সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ) এবং শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়।
সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছয়জন শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষা অধিদপ্তরের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটি এই নিয়োগ দেন। দুদক দল অভিযোগের ভিত্তিতে কলেজে গিয়ে প্রাথমিক তথ্য ও রেকর্ডপত্র চায়, কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয় এবং আগামী রবিবার পর্যন্ত সময় নেয়।
অপরদিকে, শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যেগুলোর যথেষ্ট প্রমাণ দুদক পেয়েছে। এসব তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠানটির অধ্যক্ষের স্ত্রী ভারতে অবস্থান করলেও বাংলাদেশ থেকে নিয়মিত বেতন নিচ্ছেন। ঘটনাটি সত্য, তবে তিনি কীভাবে বেতন নিচ্ছেন তা যাচাই করা হচ্ছে। এটি আইন ও বিধির বাইরে হলে দুদক কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠাবে বলে জানানো হয়।