বরিশালের উজিরপুরে মো. শওকত বালী শাওন (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় শুক্রবার (৮ আগস্ট) ভোর রাতে তাকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে রাজনীতি বিষয় নিয়ে শওকত বালী শাওনের সঙ্গে সাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ বিশ্বাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শওকত বালী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ বিশ্বাস ভিডিও করে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেন। পরে বিষয়টি উজিরপুর থানা পুলিশকে অবহিত করলে তারা শওকত বালীকে গ্রেপ্তার করেছে।
উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি শওকত বালী। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কটূক্তির ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।