শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ২০০ টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে মিষ্টির দোকানের এক কর্মচারীর ছুরিকাঘাতে অপর এক কর্মচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রবিউল (৩৫)। অভিযোগ, ছুরিকাঘাতকারী সোহাগ নামে মিষ্টির দোকানের এক কর্মচারী।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কাঁচিকাটা বাজারে এই ঘটনা ঘটে। নিহত রবিউল কাঁচিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত কাশেম মাঝির ছেলে। এই ঘটনায় মনসুর সরদার, সাদ্দাম পেদা ও কামাল ব্যাপারী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মনসুর সরদারকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী জেলা চাঁদপুরে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচিকাটা বাজারের বিল্লাল দেওয়ানের মিষ্টির দোকানের কর্মচারী সোহাগ নেশা করার জন্য দোকানের অপর কর্মচারী রবিউলের কাছ থেকে ২০০ টাকা ধার চাইলে এই নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগ ধারালো ছুরি দিয়ে রবিউলকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রবিউলকে ছুরিকাঘাতের পর পালানোর সময় সোহাগকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরির আঘাতে এই হত্যাকাণ্ড ঘটেছে। সোহাগের বাবা ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ সখিপুর থানাতে রয়েছে। দ্রুত সময়ে মরদেহের ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। এলাকায় যাতে উত্তেজনা না ছড়ায়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।