কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা ও ধর্ষনসহ ১০টি মামলার আসামী মো. সবুজ মৃধা-(৩২)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবুজ মৃধা কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে। সবুজ মৃধাকে পলাতক অবস্থায় ঢাকার মিরপুর এলাকা থেকে র্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা।
মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, মানব পাচারকারী চক্রের মূলহোতা ও ধর্ষন, মানবপাচার, বিস্ফোরকসহ ১০টি মামলার আসামী মো. সবুজ মৃধাসহ বেশ কয়েকজন মিলে লিবিয়া ও মালয়েশিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। এবং ওই চক্রের মূলহোতা মো. সবুজ মৃধা উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের এক নারীকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন। পরে ওই নারী তার পরিবারের সহযোগীতায় দেশে ফিরে এসে মো. সবুজ মৃধাসহ বেশ কয়েকজনকে আসামী করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী। এ মামলার ঘটনায় র্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে পলাতক অবস্থায় সবুজকে গ্রেফতার করেন।
মামলার বাদি ওই নারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমাকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন সবুজ মৃধা। পরে আমি দশে এসে তার বিরুদ্ধে মামলা করেছি। আমি সবুজের বিচার দাবি করছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, আটককৃত সবুজ মৃধার বিরুদ্ধে মানবপাচার, ধর্ষন, বিস্ফোরক, সি.আর ও অন্যান্য মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। আমরা বাকি আসামীদেরকেও গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি।
সর্বশেষ
- মাদকের কাছে হেরে যাবে রাজনীতি, সমাজনীতি, প্রশাসন
- লিবিয়া থেকে দেশে ফিরল ৩০৯ বাংলাদেশি
- ‘তারেক রহমান দেশে ফিরছেন নভেম্বরেই’
- লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষ
- যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, থানার ভেতর জয় বাংলা স্লোগান
- সুদের টাকা আদায়ে বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আটক
- আ’লীগহীন নির্বাচনে বিএনপি ভোট পাবে ৪৫, জামায়াত ৩৩ শতাংশ!
- বরিশালে ডেঙ্গুর দ্বিতীয় ঢেউ, বাড়ছে উদ্বেগ
বৃহস্পতিবার, নভেম্বর ৬

