ইতালির দক্ষিণ উপকূলে দুটি নৌকা ডুবে ২৬ জন অভিবাসী নিহত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে ৬০ জনকে জীবিত তুলে এনেছেন। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারীকে লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো বলেন, দুই নৌকায় প্রায় ৯৫ জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মানে, এখনও প্রায় ৩৫ জন হয় মৃত, নয়তো নিখোঁজ। নৌকাগুলো লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রার পর একটি নৌকায় পানি ঢুকে পড়লে কিছু যাত্রী অন্য নৌকায় ওঠেন। পরে খারাপ আবহাওয়ার মধ্যে সেটি উল্টে যায়।
ইতালির রেড ক্রস জানিয়েছে, উদ্ধার হওয়া অধিকাংশ যাত্রীর অবস্থা স্থিতিশীল। তবে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।