শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পোড়াগাছা গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে পাঁচ বালতি হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের মাদবর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে হাতবোমাগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের চানমিয়া মাদবরের ছেলে ওমান প্রবাসী মিলন মাদবরের পরিত্যক্ত ঘর থেকে পাঁচ বালতি (আনুমানিক ৩০ থেকে ৩৫টি হাতবোমা) উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে এ হাতবোমা উদ্ধার করা হয়। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে উদ্ধারকৃত হাতবোমকগুলো নিস্ক্রিয় করবে বলে জানা গেছে।
বোমা উদ্ধার অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। আজ শুক্রবার (১৫ আগস্টে) নাশকতা চালানোর জন্য এই হাতবোমা রাখা হয়ে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান পরিচালনা করে পাঁচ বালতি ভর্তি হাতবোমা উদ্ধার করি। প্রতিটি বালতিতে অন্তত ৫ থেকে ৭ টি করে বোম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিস্ক্রিয় করবে।
তিনি আরও বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে কোনো নিষিদ্ধ দল যাতে নাশকতা করতে না পারে সে বিষয়ে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।