মাদারীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে শহরের লেকের পাড়ে মাদারীপুরে কর্মরত শিক্ষকরা এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, আমাদের শিক্ষকদের দাবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এন্ট্রিপদ নবম গ্রেড দিতে হবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের চার স্তর বিশিষ্ট পদসোপান কার্যকর করতে হবে এবং যথাসময়ে যেন পদোন্নতি হয় সে ব্যবস্থা করতে হবে।
অবশ্যই আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একই সাথে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অবশ্যই আলাদা অধিদপ্তর দিতে হবে, ৩৪ তম বিসিএস থেকে শুরু করে সকল সহকারী শিক্ষকদের গ্রেডেশন লিস্টে অন্তর্ভুক্তকরণ করতে হবে।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুশফিকুর রহমান, সিনিয়র শিক্ষক মো: আবুল কাসেম মিয়া, সহকারী শিক্ষক সোহেল গাজী, সহকারী শিক্ষক নঈম মোহাম্মদ তারেক, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন, মো. আমির সোহেল প্রমুখ।