মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৭০ দিন পেরিয়ে গেলেও মাদ্রাসাছাত্রী নাছিমার (৮) সন্ধান মেলেনি। এ ঘটনায় চরম হতাশায় ভুগছে তার পরিবার। নিখোঁজ শিশুর সন্ধানের দাবিতে শুক্রবার সকালে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, পৌর এলাকার কাশিমপুর গ্রামের নাশির মৃধার মেয়ে নাছিমা গত ১৪ জুন রাতে পাশের এক বিয়ের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে নাছিমার নানু আইমুন নেছা বাদী হয়ে কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের ঘটনায় নাছিমার নানা হারুন বেপারী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, “আমার নাতনি ৭০ দিন ধরে নিখোঁজ। কিন্তু কোনো প্রশাসন এখনো তার কোনো খোঁজ দিতে পারেনি। আমরা সরকারের কাছে তার সন্ধান চাই।”
অশ্রুসিক্ত কণ্ঠে নাছিমার নানু আইমুন নেছা বলেন, “আমাগো ঘরে এখন খাওয়া-দাওয়া, ঘুম সব বন্ধ হয়ে গেছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—আমার নাতনিকে ফিরিয়ে দেন।”
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিখোঁজ নাছিমাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।