আন্তর্জাতিক জলসীমায় মানবিক উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিংকে লক্ষ্য করে লিবিয়ার উপকূলরক্ষীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে জাহাজটির পরিচালনাকারী সংস্থা এসওএস মেডিটারানে। রোবববার (২৪ আগস্ট) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
সোমবার (২৫ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে এনজিও এসওএস মেডিটারানে এটিকে ‘ইচ্ছাকৃত এবং লক্ষ্যবস্তুতে আক্রমণ’ হিসেবে অভিহিত করে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে।
এই ঘটনার সময় জাহাজটিতে দুটি উদ্ধার অভিযানে রক্ষা পাওয়া ৮৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন এবং ওই সময় জাহাজটি আরেকটি বিপদগ্রস্ত নৌকার সন্ধানে ছিল।
এসওএস মেডিটারানে এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) যৌথভাবে ওশান ভাইকিং জাহাজটি পরিচালনা করে।
বিবৃতিতে এসওএস মেডিটারানে আরও জানায়,
হামলার সময় ওশান ভাইকিং লিবিয়ার উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল উত্তরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। জাহাজটিতে ৮৭ জন উদ্ধারকৃত ব্যক্তি ছিলেন এবং ইটালীয় সমন্বয় কেন্দ্রের অনুমতি নিয়ে আমরা আরেকটি বিপদগ্রস্ত নৌকার জন্য সক্রিয়ভাবে অনুসন্ধান চালাচ্ছিলাম।
সংস্থাটি আরও জানায়, ঠিক সেই মুহূর্তে লিবিয়ার উপকূলরক্ষীদের একটি টহল জাহাজ ওশান ভাইকিংয়ের কাছে এসে বেআইনিভাবে এলাকা ছেড়ে উত্তর দিকে চলে যাওয়ার নির্দেশ দেয়।
এসওএস মেডিটারানের মতে, এই নির্দেশের পরপরই গুলি চালানো শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা এই গুলিবর্ষণে জাহাজের ক্ষতি হয়েছে। সংস্থাটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে গুলির আঘাতের চিহ্ন দেখা যায়। এতে চারটি জানালা ভেঙে গেছে, দুটি অ্যান্টেনা ধ্বংস হয়েছে এবং তিনটি উদ্ধারকারী নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “এসওএস মেডিটারানে এবং আইএফআরসি-এর কর্মীরা ভাগ্যক্রমে ৮৭ জন উদ্ধারকৃত ব্যক্তিকে নিরাপদে রাখার পর নিজেরাও জাহাজের ভেতরে আশ্রয় নিতে সক্ষম হন।”
এই হামলার প্রতিক্রিয়ায় এসওএস মেডিটারানে লিবিয়ার উপকূলরক্ষী পরিষেবার প্রতি ‘ইউরোপীয় রাষ্ট্রগুলোর’ সমর্থনের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, যেখানে ‘ইটালি সামনের সারিতে’ রয়েছে।
তারা উল্লেখ করেছে, রবিবারের হামলায় ব্যবহৃত টহল জাহাজটি ২০২৩ সালে ইটালির পক্ষ থেকে লিবিয়াকে সহায়তার একটি কর্মসূচির অংশ হিসেবে উপহার দেওয়া হয়েছিল।
বিবৃতিতে এসওএস মেডিটারানের মহাপরিচালক সোফি বো ‘এই ঘটনার পূর্ণ তদন্ত’ এবং ‘লিবিয়ার সঙ্গে সমস্ত ইউরোপীয় সহযোগিতার অবিলম্বে অবসান’ করার দাবি করেছেন।
এনজিওটি জোর দিয়ে বলেছে, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।”
সংস্থাটি বলেছে, লিবিয়ার উপকূলরক্ষীদের ‘দায়িত্বজ্ঞানহীন আচরণের দীর্ঘ ইতিহাস’ রয়েছে এবং তাদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক সমুদ্র আইনকে সম্পূর্ণ অবজ্ঞা করার’ অভিযোগ এনেছে।
এর আগে মার্চ ২০২৪ সালে লিবিয়ার উপকূলরক্ষীরা এসওএস হিউম্যানিটি জাহাজের কাছে গুলি চালিয়েছে। এতে জাহাজটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন পানিতে ঝাঁপ দিলে একজন ব্যক্তি ডুবে মারা যান।
এছাড়া ২০২৩ সালের জুলাইয়ে ওশান ভাইকিং যখন আন্তর্জাতিক জলসীমায় একটি উদ্ধার অভিযান চালাচ্ছিল, তখন একটি লিবীয় টহল নৌকা একাধিকবার গুলি চালায়।
বর্তমানে ওশান ভাইকিং ৮৭ জন উদ্ধারকৃত যাত্রীকে নামিয়ে দিতে এবং জাহাজের মেরামতের জন্য ইটালির সিসিলি দ্বীপের সিরাকুজার দিকে রওনা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৮০ জন সুদানের নাগরিক এবং ২১ জন অভিভাকবিহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী রয়েছেন।