ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের আক্কাছ শেখের পরিত্যক্ত বাড়ি থেকে অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম উজ্জ্বল মোল্লা (৩৫), তিনি ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের বাহাদুর মোল্লার পুত্র।
শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের নূরপুর এলাকার বিলের ভেতর একটি পরিত্যক্ত বাড়ি থেকে উজ্জ্বল মোল্লার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদকাসক্ত উজ্জ্বল মোল্লা গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ আক্কাছ শেখ তাঁর পরিত্যক্ত বাড়িতে গেলে মরদেহ দেখতে পেয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আজ আমরা খবর পাই ভাঙ্গা পৌরসভার নূরপুর এলাকায় বিলের ভেতর একটি পরিত্যক্ত বাড়িতে অর্ধগলিত মরদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করব।