কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কোন বৈষম্য দেখতে চায় না।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই উপজেলার প্রান কেন্দ্র ভূরঘাটায় একটি বর্ণাঢ্য র্যালি শেষে ভূরঘাটা নতুন বাসষ্ট্যান্ডে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খাঁন, মো. ইসমাইল হাওলাদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।