বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য নির্মিত বীর নিবাসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গেরাকুল গ্রামে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলনের স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে বীর নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা ও ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি সুবিধাভোগী মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ৯৮টি বীর নিবাস নির্মাণ করা হবে। প্রতিটি বীর নিবাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ২৭৯ টাকা।