মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল এক তরুনী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১৩ বছরের এক তরুনীর সঙ্গে এক কিশোরের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন মেয়ের পরিবার। ওই বিয়ের অনুষ্ঠান চলছে এমন খবরের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবা ইসলামের নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় মেয়ের বাড়িতে অভিযান চালায়। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত বর পক্ষ্য পালিয়ে যায়। পরে মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম বলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজী গ্রামের ১৩ বছরের এক তরুনীর পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ের আয়োজন পণ্ড করে দেওয়া হয়।