বরগুনার পাথরঘাটা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিআরটিসির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কাটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাথরঘাটা স্টেশনের ফায়ার সার্ভিস। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয়রা বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করেন। পরে বাসের মধ্যে থাকা আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় পাথরঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের পাথরঘাটা স্টেশন লিডার মো: শাহাদাত হোসেন বলেন, ‘৯৯৯ থেকে ফোন করে আমাদেরকে জানানো হয় একটি বাস দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আমার একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসের মধ্যে থাকা আহতদের উদ্ধার করি। তবে বাসের ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।’