নওগাঁ সদরে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কাঁঠালতলী মোড়সংলগ্ন ভবানীপুর গ্রামের এক গলিতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জুথি নওগাঁ পৌরসভার আনন্দনগর মৃধাপাড়ার ঝন্টুর মেয়ে। ঘটনার পর থেকে স্বামী তানভীর ইসলাম (৩২) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জুথির বিয়ে হয় গাজীপুরের তানভীরের সঙ্গে। পরে জুথি জানতে পারেন, তার স্বামীর আগেও একটি স্ত্রী রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হলে জুথি বাবার বাড়িতে চলে আসেন এবং আদালতে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সেই মামলার তারিখ থাকায় মা-কে সঙ্গে নিয়ে আদালতে যাচ্ছিলেন তিনি। পথে কাঁঠালতলী মোড়ে লুকিয়ে থাকা তানভীর ছুরির আঘাত করে পালিয়ে যায়। আহত জুথিকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুথির বাবা ঝন্টু অভিযোগ করে বলেন, মেয়ের জেদে বিয়ে দিয়েছিলাম। পরে অত্যাচার সহ্য করতে না পেরে সে বাবার বাড়ি চলে আসে। আজ মামলার হাজিরা দিতে যাওয়ার পথে তানভীর তাকে ছুরি দিয়ে মেরে ফেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

