চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয়
নিহতরা হলেন গোলাম সরোয়ার (৪২)
তার শিশু কন্যা মুসকান (৩)
শ্যালক মো. সাগর (৩০)
আহতরা হলেন
গোলাম সরোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২)
ছেলে আহম্মেদ ইমতিয়াজ (৯)
গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)
সবাই ঢাকা উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা। দুর্ঘটনায় আহত মো. সাগরকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের শ্যালক নাজমুল হোসেন জানান, পরিবারটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে এ দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে একটি পরিবার প্রায় নিঃশেষ হয়ে যায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন জানান, গাড়ির চালকের চোখে ঘুম চলে আসায় প্রাইভেটকারটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্যদের হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

