মিজানুর রহমান মুন্সী।। বরিশাল গৌরনদী উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের মাদকবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক ইনাম তালুকদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির পাশাপাশি মানবিক, সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে একজন সোশ্যাল ওয়ার্কার সিসাবে নিজেকে দেশ বিদেশে পরিচিত লাভ করতে পারলেও মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীদের কাছে হেরে গেলেন।
সম্প্রতি দিদার ফকির, খাঞ্জাপুর ভুরঘাটা নিবাসী নামের এক মাদক ব্যবসায়ী তার বোনকে দিয়ে সমাজসেবক ইনাম তালুকদারকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সব ষড়যন্ত্র সম্পন্ন করেছেন।
এই সমাজসেবক ইনাম তালুকদার এর ব্যক্তি চরিত্র হনন করার জন্য মিথ্যা মামলা, অভিযোগ এবং সংবাদ মাধ্যমে প্রচার করে স্থানীয় বি এন পির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
স্থানীয় অনেকেই এটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র হিসাবে দেখছেন।
সাংবাদিকদের কাছে আনীত অভিযোগ ভিডিয়ো আকারে প্রকাশ করলে সে ভিডিয়োতে প্রমান করে এই অভিযোগ মিথ্যা বানোয়াট।
দিনা ইসলাম নামের এই গৃহবধূ(দিদার ফকির এর বোন)বলেন তিনি কুন্ড বাড়ির মেলায় যাবার সময় এনাম তালুকদার তার গতিপথ রুদ্ধ করে তার বড় ভাই সহ কু প্রস্তাব এবং চাদা বাজি ছিন্তাই করে পরনের সর্নালংকার নিয়ে যায়। আবার এই ভিডিওতে বলে তার বাচ্চা ঝাড়ু পিটাতে আঘাতপ্রাপ্ত হয়। তা হলে এনাম তালুকদার যদি কু প্রস্তাব বাস্তবায়িত করবে তা হলে তার বড় ভাইকে সাথে নিতে পারে না। ছিন্তাই করলে কেউ রাস্তায় ঝাড়ু নিয়ে ছিন্তাই করে না। এই ভিডিও দেখার পরে এনাম তালুকদারের সাথে যোগাজোগ করলে তিনি ঘটানা তুলে ধরেন।
মাদকবিরোধী আন্দোলনের কার্যক্রমের ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ী দিদার ফকির দেশীয় অস্র নিয়ে বাড়িতে এসে হত্যার হুমকি দিয়ে যায়। পরে তার বোন দিনা ইসলাম তাদের বাড়িতে গিয়ে বাড়ি মহীলাদের সাথে বাকবিতন্ডায় জরিয়ে পরে। একপর্যায়ে চুল টানাটানি হয় এবং ঝাড়ু পেটা করে। তাতে তার বাচ্চার গায়ে আঘাত লাগে।
পরবর্তীতে সে থানায় অভিযোগ দাখিল করে এবং গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন।
বিশ্লেষণ ; বি এন পির ভাব মূর্তি নষ্ট করতে বি ইনাম তালুকদারকে জড়িয়ে নামের পিছনে সুকৌশলে যুবদল নেতা লাগিয়ে দিয়েছে।
সম্প্রতি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইত্তেসাম পারভেজকে ছিনতাইকারী মামলায় দিয়ে পত্রিকায় প্রকাশ করেছে। যা যি এন পির সাথে ষড়যন্ত্র বলেই সকলে ধারনা করছে। তাই বি এন পির ইউনিট টমগুলোর উচিত হবে সঠিক তদন্তের মাধ্যমে এর প্রতিকার করা না হয় গৌরনদী আগৈলঝাড়ার বি এন পির ইমেজ ক্ষুন্ন হবে বলে সকলে মনে করেন। সামনে নির্বাচন বি এন পিকে যাতে কেউ বিতর্কিত করতে না পারে সে জন্য সকলের সজাগ থাকা জরুরি।

