মিজানুর রহমান মুন্সী
সম্প্রতি বি এন পির স্থায়ি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উদর রাজনীতির ঘোষনায় সকল মহলে চলছে চুল চিরা বিশ্লেষণ।
বি এন পির উদারচিন্তার রাজনীতি অহিংস গনতান্ত্রিক দেশ উপহার দিবে এমন রাষ্ট্র মেরামত এর কাজ চলছে বলে মনে করি। একটা দেশের উন্নয়নের গতি বাড়াতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা অহিংস রাজনীতি জরুরি। আজকে আমরা বি এন পির এই উদরতাকে হতাশার দৃষ্টিতে দেখলেও প্রকৃত পক্ষে অহিংস রাজনীতি ছাড়া একটা রাষ্ট্রের উন্নয়ন হতে পারেনা। তাই এই অহিংস রাজনীতিতে কারো না কারো রক্ত ত্যাগ নির্যতনকে কবর দিয়ে মহৎ রাজনীতি উপহার দিতে হবে তাই বি এন পির এই উদরতাকে স্বাগতম জানাই।
নির্যাতন আর রক্ত ত্যাগের মধ্য দিয়ে অহিংস গনতান্ত্রিক রাষ্ট গড়াই হবে প্রকৃত রাজনীতির শর্ত।রাজনীতিতে হানা হানি মারা মারি কাটাকাটি লুট পাট দখল চুরি অর্থ পাচার জেল জুলুম প্রতিহিংসা থাকলে রাষ্ট্র মেরামতের শর্ত পুরন করা সম্ভব নয়। আধুনিক বাংলাদেশ বি নির্মানে তারেক রহমানের সুচিন্তা সভ্যতার দ্বার উন্মোচন করবে।
আওয়ামিলীগ প্রতিহিংসায় বিশ্বাসী তাই বি এন পি তার প্রতিশোধ নিবে আর জামায়াত শয়তানি করবে দেশ অচল হবে এটা করতে দেয়া যায় না তা হলে দেশ থাকে না। বর্তমান দেশের এমন পরিস্থিতিতে একমাত্র দল বি এন পি তারাই ত্যাগের ইতিহাস দিয়ে অহিংস রাজনীতি উপহার দিয়ে ইতিহাসের সাক্ষি হয়ে আগমির আধুনিক বাংলাদেশ বি নির্মানের প্রধান সহায়ক হবেন।
জিয়াউর রহমানের বহুদলিয় গনতন্ত্র, খালেদা জিয়ার আপোষহীন লড়ায়ে গনতন্ত্র ধরে রাখা আর তারেক রহমানের সুচিন্তাভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়া এটা ইতিবাচক ত্যাগের মহীমা।
আমার এ বিশ্লেষনে নির্যাতিত ভায়েরা বোনেরা হয়ত একমত হবেন না, কিন্তু যারা একমত হবেন না তাদের কাছে আমার প্রশ্ন প্রতি হিংসাপরায়নে কি কল্যাণ বয়ে আনে?
উদহারন হিসাবে আওয়ামিলীগ যা করেছে তারা চোরের চেয়েও বেশি লাঞ্চিত অপমানিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছে। এবার যদি বি এন পি একই ষ্টাইলে প্রতিহিংসা প্রতিশোধ নেয় তা হলে আগামিতেকি আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে? আমাদের হতে হবে আদিম যুগের বর্বর জাতী।
তাই বি এন পি এই উদর রাজনীতির মধ্য দিয়ে দেশ এবং জাতীকে ষড়যন্ত্র মুক্ত রাখতে পারবে বলে অনেকেই বিশ্বাস করেন।
যারা গনতন্ত্রের লড়ায়ে আর্থিক মানষিক সহযোগিতা রক্ত ঘান হামলা মামলা নির্যাতনে নিজেকে আত্মত্যাগ করেছেন তারা মহান তাই আপনারা জয়ি। আপনারা জয়ি আর তারা পরাজয় বরন করে পালিয়েছে।
এবার আসুন আমাদের ত্যাগ এবং শোক এ দুটোকে শক্তিতে রুপান্তরিত করে দেশ গড়ে ইতিহাসের সাক্ষি হয়ে থাকি। বি এন পিকে ঐক্যবদ্ধ রেখে দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ভুমিকায় অবতির্ন হয়ে বি এন পির প্রতিটা নেতা কর্মিদের সেবাদাসের ভুমিকায় থেকে দেশপ্রেমের উদহরন তৈরি করাই প্রধান কাজ। আর রাজনীতি মানে বানিজ্য নয় সেবা এটা বুকে ধারন করে আসীম সহসিকতাকে প্রমান করে দেয়াই হবে প্রতিটা নেতা কর্মির কাজ।

