পাকিস্তানে প্রতিরক্ষা দপ্তরের আবাসনের ভিতর থেকে হুমাইরা আসগর (৩২) নামে এক মডেল ও অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। করাচির প্রতিরক্ষা দপ্তরের আবাসনের (ডিফেন্স হাউসিং অথরিটি) ওই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অন্তত দু’সপ্তাহ আগে মৃত্যু হয়েছে তার। বন্ধ দরজার ভিতরে দেহটি পচে-গলে গিয়েছিল।
দেশটির পুলিশ কর্মকর্তা পাক-সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পচা-গলা অবস্থায় হুমাইরার দেহ উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটের মালিক মাসিক ভাড়া না পাওয়ায় ফ্ল্যাটটি অবিলম্বে খালি করে দেওয়ার অনুরোধ করেছিলেন হুমাইরাকে। কিন্তু কোনো প্রতিক্রিয়া না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশেই পুলিশ মঙ্গলবার দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে হাজির হয়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভাঙতে হয় পুলিশকে। তার পরই হুমাইরার দেহ উদ্ধার হয়।
ফ্ল্যাটের সদর দরজা ভিতর থেকেই বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ। এমনকি ঝুলবারান্দার দরজাও বন্ধ ছিল ভিতর থেকেই। প্রাথমিকভাবে তাই বাইরে থেকে কারও ঢোকার সম্ভাবনা নেই বলেই মনে করছে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে জানানো হয়নি। হুমাইরার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে ফরেন্সিক দল।
জানা যাচ্ছে, এই ফ্ল্যাটে একাই থাকতেন অভিনেত্রী। চলতি বছরের শুরু থেকে ফ্ল্যাটের মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। সেই কারণেই ফ্ল্যাটের মালিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন। চলছিল মামলা। কিন্তু গত কয়েক দিনে হুমাইরার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি খোদ আদালতও। অভিনেত্রীর নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।
মঞ্চ ও ছোট পর্দার চেনা মুখ ছিলেন হুমাইরা। তা ছাড়াও সমাজমাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও শরীরচর্চা নিয়ে কথা বলতেন তিনি। যদিও ২০২৪-এর ৩০ সেপ্টেম্বরের পরে ইনস্টাগ্রামে আর কিছু পোস্ট করেননি তিনি।