বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদি গরমগল গ্রামের বাসিন্দা মো. হাফিজুল মল্লিক (৩২) গত ২৮ জুন সকাল ১১টার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
হাফিজুল মল্লিক কর্মরত ছিলেন মাদারীপুর জেলার কালকিনি থানার রমজানপুর ইউনিয়নের উত্তর চড়াইকান্দি গ্রামের বিসমিল্লাহ বেকারিতে। তিনি ওই বেকারির মালামাল ভ্যানগাড়িতে করে কালকিনি ও গৌরনদীর বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।
তার ছোট ভাই মো. সজীব মল্লিক জানান, ২৮ জুন (শনিবার) সকাল থেকে হাফিজুলের মোবাইল নম্বরে (০১৭৪৩-১১৮৪১০) বারবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। পরদিন ২৯ জুন (রবিবার) বেকারিতে খোঁজ নিতে গেলে মালিক মো. শওকত হোসেন জানান, হাফিজুল ২৮ জুন বেলা ১১টার দিকে মালামাল সরবরাহ শেষে গাড়ি জমা দিয়ে বেকারি থেকে বের হয়ে যান, এরপর আর ফেরেননি।
হাফিজুলের মা মোসা. আলেয়া বেগম বলেন, “আমার ছেলের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। প্রশাসনের কাছে অনুরোধ করছি—আমার ছেলের সন্ধান পেতে সহযোগিতা করুন।”
নিখোঁজ যুবকের শারীরিক বর্ণনায় জানা যায়, তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোল এবং ছোট দাঁড়ি রয়েছে।
এ ঘটনায় কালকিনি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নম্বর ৩৬৭) করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. সোহেল রানা বলেন, “নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। যদি কেউ তার সম্পর্কে কোনো তথ্য পান, তবে থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।
সর্বশেষ
- মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন অব্যাহত: ঝুঁকিতে স্কুল ও শতাধিক বসতবাড়ি
- ছাত্রজনতার আন্দোলনের মুখে বদলি হলেন গৌরনদীর স্বাস্থ্য কর্মকর্তা
- কারখানার মালামালের স্তূপের নিচে চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু
- গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণ, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
- বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
- ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু
- গাজায় হত্যাযজ্ঞ চলছেই, প্রাণ গেল আরও ৭৮ ফিলিস্তিনির
- জাল তুলতেই জেলেদের ছানাবড়া চোখ, এক ট্রলারে ৬১ মণ ইলিশ
মঙ্গলবার, জুলাই ১৫