মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকায় নদীর তীরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।
শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে ইলিয়াস শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা নদীতে নৌকা নিয়ে খোঁজ শুরু করলে কিছুক্ষণ পর তারা একটি মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”