চলাচলে সম্পূর্ণ অনুপযোগি বরিশাল নগরীর পোর্ট রোড সড়ক সংস্কারের দাবিতে ভূক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীরা রবিবার সকাল সাড়ে দশটার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এসময় ক্ষোভে পোর্ট রোডের কর্দমক্ত সড়কে আনারস রোপন করে প্রতিবাদ করেছেন।
পোর্ট রোড সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে নগরীর ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ পোর্ট রোড় সড়কটি সংস্কারের জন্য তারা দাবি জানিয়ে আসছেন। তবে সংশ্লিষ্টরা এ বিষয়ে অদ্যবর্ধি কোন উদ্যোগ গ্রহণ করেননি। ফলে প্রতিনিয়ত ওই এলাকায় বসবাস করা বাসিন্দা ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কর্দমক্ত সড়কটি সংস্কারে জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা না হলে বক্তারা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশনের আয়োজনে ও বরিশাল পোর্টরোড ফল এবং আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে সভায় বিভিন্ন ব্যবসায়ীসহ ওই এলাকার ভূক্তভোগী বাসিন্দারা বক্তব্য রাখেন।